মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি‼🤔
প্রাচীনকাল থেকে রূপ চর্চার হাজারো জিনিসের মধ্যে মুলতানি মাটি অন্যতম।😍
মুলতানি মাটিতে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উপাদান যা ব্রন সারাতে খুব কার্যকরী। এটি ক্লিনজার এবং ফেস প্যাক হিসেবেও ব্যবহার করা হয়।😍
🍂উপকারিতা:
✨ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করে
✨ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস পরিষ্কার করতে সাহায্য করে
✨কালো ছোপ ছোপ দাগ আর ব্রণের স্পট দূর করতে কার্যকরী
✨ত্বককে গভীর থেকে পরিষ্কার করে আর ডেড স্কিন সেলস দূর করে
✨সানট্যান কমাতে সাহায্য করে
🍂ব্যবহারবিধি:
✨তৈলাক্ত ত্বকের জন্য:
🔸মুলতানি মাটি ১ চামচ
🔸গোলাপজল ২ চামচ
ভালো করে মিশিয়ে পেস্ট বানান। তারপর সেটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।শুকিয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।এতে অতিরিক্ত অয়েল কন্ট্রোল হবে।
✨উজ্জ্বলতা বাড়াতে:
🔸মুলতানি মাটি ১ চামচ
🔸রক্ত চন্দন পাউডার ১/২ চামচ
🔸টকদই পরিমাণমতো
ভালো করে মিশিয়ে পেস্ট বানান। তারপর সেই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন।এই ফেস প্যাক আপনার ত্বককে পরিস্কার ও উজ্জ্বল করতে সাহায্য করবে।
✨সব ধরনের স্কিনের জন্য:
🔸মুলতানি মাটি ১ চামচ
🔸মধু ১/২ চামচ
🔸পাকা পেঁপের পেস্ট ১ চামচ
ভালো করে মিশিয়ে মুখ পরিষ্কার করে তারপর এটি লাগান।শুকিয়ে গেলে ধুয়ে নিন। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে।
✨দাগহীন ত্বকের জন্য:
🔸মুলতানি মাটি ১ চামচ
🔸পাকা লেবুর রস ২/৩ ফোঁটা
🔸মধু ১/২ চামচ
🔸টকদই ১ চামচ
ভালো করে মিশিয়ে পেস্ট বানান। তারপর সেটি মুখে লাগিয়ে রাখুন ২০ থেকে ২৫ মিনিট। এটি ত্বকের যেকোনো দাগ দূর করতে সক্ষম।
Reviews
There are no reviews yet.