মসুর প্রোটিন সমৃদ্ধ একটি ডাল। মসুর ডালে রয়েছে এন্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রী ফ্যাটি এসিড, ভিটামিন এ-সি-ই-কে ও থায়ামিন।
🌼মসুর ডাল আমাদের স্কিনের সমস্যা সমাধানের জন্য একটি বড় উপায় হতে পারে। মসুর ডালের প্যাক ত্বকের ক্ষতিকর উপাদান বের করে দিয়ে ত্বককে করে ভেতর থেকে উজ্জ্বল। এটি ত্বকের প্রোটিনের ঘাটতিও পূরন করে থাকে।
🌼উপকারিতা🌼
🔸মসুর ডাল গুড়া ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে।
🔸মসুর ডাল খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে।
🔸ত্বক উজ্জল করার পাশাপাশি মসুর ডাল গুড়া ফেইস ওয়াশ হিসেবেও ব্যবহার করা যায়।
🔸মৃতকোষ দূর করতেও এটি বেশ কার্যকরি।
🔸দাগ দূর করতে মসুর ডাল অনেকটা জাদুকরি।
🌼মসুর ডালের গুঁড়ার সঙ্গে অন্যান্য উপাদান মিশিয়ে ত্বক পরিচর্যায় ব্যবহার করা যায়। মসুর ডাল নিয়মিত ত্বকের পরিচর্যায় খুব ভালো কাজ করে। এতে থাকা প্রয়োজনীয় খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। ত্বকের ধরণ অনুযায়ী উপকরণ মিশিয়ে মাস্ক, স্ক্রাব ও প্যাক হিসেবে ব্যবহার করা যায়।
✨ ব্যবহারবিধি ✨
🌼অল্প সময়ে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠুক, এমনটা চান কি? তাহলে ত্বকের পরিচর্যায় মসুর ডাল কাজে লাগাতে ভুলবেন না যেন! মসুর গুড়ার সঙ্গে ১ চামচ কাঁচা দুধ এবং পরিমাণমত বাদাম তেল মিশিয়ে নিতে হবে। তারপর পেস্টটি ভাল করে মুখে লাগিয়ে কম করে হলেও ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। এই ভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে দেখবেন ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে সময় লাগবে না।
🌼ব্রণ দূর করতে🌼
মসুর ডাল গুঁড়া, হলুদ ও পানির সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ।
🌼ত্বকের উজ্জ্বলতা বাড়াতে🌼
মসুর ডাল গুঁড়ার সঙ্গে হলুদ, গোলাপজল ও পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করুন পেস্ট। মুখে ও গলায় লাগিয়ে রাখুন এটি। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
🌼অবাঞ্ছিত লোম দূর করতে🌼
মসুর ডাল গুঁড়া আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে। কমে যাবে অবাঞ্ছিত লোম।
🌼স্ক্রাব হিসেবে🌼
মসুর ডাল গুঁড়া পানি অথবা দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ঘষে ঘষে লাগান ত্বকে। মরা চামড়া দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক।
🌼ত্বক পরিষ্কার করতে🌼
মসুর ডাল গুঁড়া হলুদ, বেসন ও দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। সপ্তাহে এদকিন ত্বক পরিষ্কার করতে ব্যবহার করুন ফেসপ্যাকটি।
🌼রোদে পোড়া দাগ দূর করতে🌼
ডালের গুঁড়া, গোলাপজল ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ।
🌼উপটান হিসেবে🌼
বেসন, হলুদ ও ডাল মিশিয়ে তৈরি করুন উপটান। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
🌼ত্বকের দাগ দূর করতে🌼
ত্বকের কালচে দাগ দূর করতে ডালের গুঁড়া ও মধু মিশিয়ে তৈরি করে ফেলুন ফেসপ্যাক। এটি নিয়মিত ব্যবহার করলে দূর হবে ত্বকের দাগ।
Reviews
There are no reviews yet.